কাতার জয়ের পর আরেকটি সাফল্য বাংলাদেশের 


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২০, ২০১৮, ০৫:৪৭ পিএম
কাতার জয়ের পর আরেকটি সাফল্য বাংলাদেশের 

ঈদের আগেই ঈদ আনন্দে ভাসছে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৯৬ ধাপ এগিয়ে থাকা কাতারকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে খেলার সুযোগ পেল বাংলাদেশ। কাতারের পরএশিয়ান গেমসে হকি দল ওমানকে হারিয়েছে ২-১ গোলে।

ম্যাচের শুরু থেকে বেশ দাপট দেখিয়ে খেলতে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা। এদিন ওমানের গোলমুখে ১০ বার শট নিয়ে দুটিতে সাফল্য পায়। একটি ফিল্ড গোল, অন্যটি পেনাল্টি কর্নার থেকে। দুই গোলদাতা মোহাম্মদ আরশাদ হোসেন এবং মোহাম্মদ আশরাফুল ইসলাম। আর তাতে মধুর প্রতিশোধ নিল বাংলাদেশ। চার বছর আগে ইনচন এশিয়ান গেমসে ওমানের কাছে স্থান নির্ধারণী ম্যাচে হেরেছিল বাংলাদেশ। এবার  ওমানের একমাত্র গোলদাতা আমর জুমা সেলিম।

এশিয়ান গেমসে বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলছে। প্রতিপক্ষ দলের মধ্যে রয়েছে মালয়েশিয়া, পাকিস্তান, ওমান, থাইল্যান্ড ও কাজাখস্তান।

কাবাডিতে চাইনিজ তাইপের কাছে হেরে হতাশায় এশিয়ান গেমস শুরু হয়েছিল বাংলাদেশের। কাবাডির পর শুটিংয়েও ছিল হতাশা। শুটিংয়ের দ্বিতীয় দিনের দুটি ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই বাদ পড়েছেন বাংলাদেশের শ্যুটাররা।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর