আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন জনসন


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৮, ১০:৫৯ এএম
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন জনসন

আন্তর্জাতিক ক্রিকেটকে (তিন ফরম্যাট) বিদায় জানালেন অস্ট্রেলিয়ার গতি দানব মিচেল জনসন। রোববার (১৯ আগস্ট) এক বিশেষ বিবৃতিতে এই ঘোষণা দেন তিনি।

২০১৮ সালে আইপিএলের জনপ্রিয় দল কলকাতা নাইট রাউডার্সের হয়ে অংশ নিয়েছিলেন জনসন। কিন্তু ইনজুরির কারণে আসরের পুরো সময়টুকুতে থাকা হয়নি তার। এরপর আন্তর্জাতিক ক্রিকেটেও একই সমস্যায় পড়েন তিনি।

এ বিষয়ে জনসন বলেছেন, ‘আমি আমার ক্যারিয়ারের শেষ বলটি করেছি এবং শেষ উইকেটটিও তুলেছি। তাই আজ নিজেকে সব ধরণের ক্রিকেট থেকে মুক্ত করে নিলাম।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বের বিভিন্ন ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার আশ্বাস দেন জনসন। বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বের ঘরোয়া খেলাগুলো চালিয়ে যাব আমি।’ 

অবসরের জন্য মূলত নিজের ইনজুরিতেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন এই অস্ট্রেলিয় পেসার। ‘শতভাগ খেলতে না পারলে তবে আমি টিমকে সেরাটাও দিতে পারবো না। তাই সরে যাওয়াটাই উত্তম।’ যোগ করেন তিনি। 

প্রসঙ্গত, ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জনসনের। বিদায় নেয়ার আগ পর্যন্ত তিনি ৫৯০টি আন্তর্জাতিক উইকেট শিকার করেন।-ক্রিকবাজ

গোনিউজ২৪/এআর
 

এ সম্পর্কিত আরও সংবাদ