চার বছর আগে কেন টুইটে বিয়ের কথা লিখতে নিষেধ করলেন বিরাট?‌‌ 


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ১৩, ২০১৮, ০৯:৫৫ পিএম
চার বছর আগে কেন টুইটে বিয়ের কথা লিখতে নিষেধ করলেন বিরাট?‌‌ 

উপহার বুমেরাং!‌ তাও আবার হয় নাকি!‌‌ ড্যানি ওয়াটের হাতে পড়লে হয়ে যেতেই পারে!‌ বুঝলেন না ব্যাপারটা?‌ ড্যানিকে মনে আছে তো?‌ আরে সেই যে, সোনালী চুল, মিষ্টি হাসি, আর দৃঢ় মানসিকতার ব্র‌্যান্ড অ্যাম্বাসাডর। ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার। যিনি ক্যানবেরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন। 

কিন্তু তাতে কী হল?‌ এখনও বোঝা যাচ্ছে না তো?‌ ড্যানি ওয়াট হলেন তিনি, যিনি টুইটারে কোহলিকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ‘‌কোহলি, ম্যারি মি।’‌ চার বছর আগের ঘটনা। সোশ্যাল নেটওয়ার্কে প্রেম প্রস্তাব দেওয়ার ১০ মিনিটের মধ্যেই ঘটেছিল রিটুইটের সুনামি!‌ ওই ঘটনার কয়েক মাস পরে ভারত খেলতে গিয়েছিল ইংল্যান্ডের মহিলা দল। 

ডার্বিতে দেখা হয় কোহলির সঙ্গে ড্যানি ওয়াটের। তারপর?‌ বিরাট নিজের ব্যাট উপহার দেন। সেই ব্যাটটাই এখন অস্ত্র হিসেবে ভারতের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় টি-২০ সিরিজে ব্যবহার করতে চান ড্যানি!‌ অর্থাৎ বিরাটের দেওয়া উপহার তার দলকে চাপে রাখতেই ব্যবহার!‌ উপহার যিনি দিলেন, তাঁর দলকেই বিপদে ফেলার ইচ্ছে হল কেন?‌ ড্যানি ওয়াটের যুক্তি পাক্কা, ‘‌আরে বাবা যে ব্যাটে সেঞ্চুরি করেছিলাম, সেটা কিছুদিন আগে ভেঙে গেছে। তাই বিরাটের দেওয়া ব্যাটেই এবার খেলব। আর সেটা ভারতের বিরুদ্ধেই খেলব, ঠিক করে ফেলেছি।’‌ 

কিন্তু প্রেম প্রস্তাব দিয়ে তো মানুষ গোলাপ ফুল, চকোলেট উপহার পায়। না হয়, শুকনো মুখে ‘‌না’‌ শুনে ফিরে আসে। কিন্তু তিনি এমন অদ্ভুত উপহারটা পেলেন কী করে?‌ গল্প বলেছেন ড্যানি, 

‘‌জানেন, সেদিন টুইট করার ১০ মিনিটের মধ্যে ফোন হাতে নিয়ে দেখি রিটুইটের বন্যা। আমার ম্যাসেজ লাইক করেছেন হাজার হাজার মানুষ। ভারতে আমার টুইটটাই তো খবর হয়ে গেল!‌ কেউ কেউ তো আমার বাবাকে ই–মেলও করে বসেছিলেন। 

তারপর যখন বিরাটের সঙ্গে দেখা হল, তখন ও বলল, ‘‌টুইটারে তুমি এরকম কিছু লিখো না। সবাই ব্যাপারটাকে সিরিয়াস ভেবে নেয়’‌। আমি পাল্টা সরি বলেছিলাম। এরপর ও নিজের একটা ব্যাট আমায় উপহার দিল। ওরে বাবা, ওটা তো ব্যাট নয়, যেন জন্তু!‌ দৈত্য!‌’‌ এতদিন সেই ব্যাট তুলে রেখে দিলেও, এবার তা সদ্ব্যবহারের সময় হয়েছে মনে করছেন ড্যানি। কিন্তু ওই ব্যাটে ভারতের বিপক্ষে ড্যানি সেঞ্চুরি হাঁকান, তা হয়ত ভুলেও চাইবেন না বিরাট। ‌‌‌‌‌

গোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর