ঘুরে আসুন ‘ম্যাশ রয়েল পার্কে’  


তারিকুল প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৮, ০৯:৫২ পিএম
ঘুরে আসুন ‘ম্যাশ রয়েল পার্কে’  

বরাবরাই তিনি প্রকৃতি প্রেমী। সময় পেলেই ঢু-মারেন নিজ জেলা নড়াইলে। শৈশবের মতো এখনো মাঝে মাঝে স্নান সারেন চিত্রা নদীতে। শহরের ব্যাস্ত জীবনটাকে একটু প্রশান্তি দেওয়ার জন্য ক্যাপ্টেন মাঝে মাঝে ছুটে যান সবুজের খুব কাছে। চাকচিক্যময় জীবন নয় তাকে টানে বাংলার সবুজ শ্যামল প্রকৃতি।  

বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা প্রকৃতির নিস্তব্ধতার ভেতরেই অন্বেষণ করেন সৌন্দর্য, উৎকর্ষ আর প্রশান্তি। মাশরাফি মনে করেন, শহরের জীবনযাত্রা বড্ড যান্ত্রিক, একঘেয়ে আর স্বার্থচিন্তায় আচ্ছন্ন। মানুষের তাই প্রয়োজন প্রকৃতির কাছে ছুটে যাওয়া - প্রকৃতির আনন্দ-আশ্রয় গ্রহন করা।

২০১৮ সালে এসে মাশরাফীর এই স্বপ্ন স্বার্থক হয়ে উঠছে। প্রকৃতির মাঝেই নির্মিত হচ্ছে ‘ম্যাশ রয়েল পার্ক’, একটি ফাইভ স্টার হোটেল এন্ড রিসোর্ট। গাজীপুরের পূবাইলে বহুতল ভবন সহ ম্যাশ রয়েল পার্ক গড়ে উঠছে এক নিবিড় সবুজকে সাথে নিয়ে, সবুজকে ভালোবেসে।

সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস আর আবহমান মূল্যবোধ যেখানে লালিত হবে। ম্যাশ রয়েল পার্ক সৃষ্টি করবে আন্তর্জাতিক মানের চাকুরীর সুযোগ - যা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে।
গোনিউজ/টিআই 

খেলা বিভাগের আরো খবর