এবার সাকিব-মুস্তাফিজের আইপিএল থেকে কত পাবেন?


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৭, ০৮:০৩ পিএম
এবার সাকিব-মুস্তাফিজের আইপিএল থেকে কত পাবেন?

টি-২০ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএল। খেলোয়াড় বাছাই করা নিয়ে  আইপিলে হয়  টাকার ছড়াছড়ি। বলা যায় ক্রিকেটারদের বড় লোক হওয়ার মাধ্যম এই আইপিএলের মত ঘরোয়া আসর গুলো।

ক্রিকেটের পোস্টার বয় ক্রিস গেইল, কেভিন পিটারসেনরা প্রায় বছরজুড়েই খেলে যাচ্ছেন কোন না কোন দেশের টি-টোয়েন্টি লিগে। 

ভারতের এমএস ধোনি, কোহলিরা উঠে আসছেন ফোর্বসের মতো সাময়িকীর পাতায়। তাঁরা থাকছেন সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায়। আইপিএল খেলে বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানও কোটি টাকার বেশি আয় করছেন।  

আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের তালিকায় আছেন মোস্তাফিজ। তিনিই হায়দরাবাদের গত টুর্নামেন্টের সবচেয়ে সফল খেলোয়ার। দলটির হয়ে পুরো মৌসুম খেললে বাংলাদেশের বাঁ হাতি এই পেসার পাবেন প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা। 

কলকাতার হয়ে পাঁচ মৌসুম খেলা সাকিব আল হাসানের অঙ্কটা এর দ্বিগুণ। পুরো মৌসুম খেললে এবার তিনি পাবেন ২ কোটি ৮০ লাখ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকা।

সাকিব- মুস্তাফিজ আইপিএলের পুরো মৌসুম খেললে হয়ে যাবেন কোটিপতি।  শ্রীলঙ্কা সফর থাকায় এবারের আইপিএলে তারা পুরো মৌসুম খেলতে পারবেন কি না, তা নিয়ে অবশ্য সংশয় আছে। এপ্রিলের ৫ তারিখ  শুরু হবে আইপিএল। 

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর