আর্জেন্টিনার বিদায়, ব্রাজিল কোয়ার্টার ফাইনালে


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১, ২০২৩, ০২:৩৬ পিএম
আর্জেন্টিনার বিদায়, ব্রাজিল কোয়ার্টার ফাইনালে

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে ছোটদের বিশ্বকাপের মূলপর্বে ওঠার সুযোগ ছিল আর্জেন্টিনার। কিন্তু দক্ষিণ আমেরিকার সে টুর্নামেন্টে গ্রুপপর্ব থেকে বিদায়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বড়দের বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। সে হিসেবে এবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার কথা ছিল না এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৬বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। কিন্তু কপালে থাকলে ঠেকায় কে!

ইসরাইলকে আতিথ্য দিতে চায়নি ইন্দোনেশিয়া। এবারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক দেশ ছিল তারাই। সে কারণে ফিফা যুবাদের বিশ্বকাপ ইন্দোনেশিয়া থেকে সরিয়ে আয়োজনের দায়িত্ব দেয় আর্জেন্টিনাকে। আর স্বাগতিক হিসেবে মূলপর্বে খেলার সুযোগ পেয়ে যায় হাভিয়ের মাচেরানোর ছেলেরা। কিন্তু খুব একটা লাভ হয়নি।

বেশি দূর এগোতে পারেনি আর্জেন্টিনা। কাল সান জুয়ানে ৩০ হাজার দর্শকের সামনে শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। তবে কোয়ার্টার ফাইনালের দেখা পেয়েছে ব্রাজিলের ছোটরা। তিউনিসিয়াকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটের টিকিট কেটেছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল।

প্রথমার্ধে ভালোই খেলছিলেন লুকা রোমেরোরা। প্রচুর পাস খেলে বক্সের বাইরে থেকে কিছু শট নিয়েছে স্বাগতিকেরা। কিন্তু নাইজেরিয়ার রক্ষণ ভেদ করে গোল পাওয়া হয়নি। বিরতির পর নাইজেরিয়ার ছোটরাই গোল করে বসে! ৬০ মিনিটে উমেহ ইমানুয়েলের থ্রু পাস থেকে ফাঁকায় বল পেয়ে গোল করেন ইব্রাহিম মুহাম্মদ। যোগ করা সময়ের ১ মিনিটে আর্জেন্টিনার বিদায় নিশ্চিত করেন রিলওয়ানা সারকি। গোল করে স্তব্ধ করে দেন সান জুয়ান স্টেডিয়ামের গ্যালারি। ইকুয়েডর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে জয়ী দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে নাইজেরিয়া।

হারের পর আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ হাভিয়ের মাচেরানো জানিয়েছেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি (এএফএ) ক্লদিও তাপিয়া চাইলেই তিনি পদত্যাগপত্র জমা দেবেন, ‘এএফএ সভাপতি তাপিয়ার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তিনি না বলা পর্যন্ত আমি এটা (পদত্যাগ) করব না। তার টেবিলেই আমার পদত্যাগপত্র আছে, কিন্তু চালিয়ে যেতে বলা হয়েছে আমাকে।’

শেষ ষোলোয় তিউনিসিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে এই টুর্নামেন্টে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। বিরতির পর পুরো সময় ১০জন নিয়ে খেলেছে র‌্যামন মেনেজেসের দল। ৪৫ মিনিটে লাল কার্ড দেখেন রবার্ট রেনান। প্রথমার্ধে দুটি ও দ্বিতীয়ার্ধে দুটি করে গোল করেছে ব্রাজিলের ছোটরা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ইসরাইল। ইতালি, কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-২০ দলও উঠেছে কোয়ার্টার ফাইনালে।

গোনিউজ২৪/আর এ জে

খেলা বিভাগের আরো খবর