পাকিস্তান অধিনায়কের এই কীর্তি আর কারো নেই


খেলা ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ১২:৪৭ পিএম
 পাকিস্তান অধিনায়কের এই কীর্তি আর কারো নেই

একই দিনে অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়ে নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের অধিনায়ক কাসিম আকরাম। 

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ৬৩ বলে সেঞ্চুরি হাঁকান তিনি।

এরপর বল হাতে ৩৭ রানে ৫ উইকেট নিয়েছেন পাকিস্তান অধিনায়ক। 

৪৫ বছরের যুব ওয়ানডের ইতিহাসেই একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেটের কীর্তি নেই আর কারও। 

যুব বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরি হয়েছে অনেক, পাঁচ উইকেট শিকারের কীর্তিও আছে। কিন্তু একই ম্যাচে এ দুই কীর্তি কাসিম ছাড়া আর কেউ করে দেখাতে পারেনি।

অবশ্য একই ম্যাচে সেঞ্চুরি ও ৪ উইকেট শিকারের দুটি কীর্তি আছে যুব বিশ্বকাপে।

২০১৪ সালে আবুধাবিতে কানাডা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে অপরাজিত ১০২ রান করার পর ৪৩ রানে ৪ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ইয়াসিন ভাল্লি। 

২০১৬ সালে ফতুল্লায় নেপালের বিপক্ষে ১১৭ রান করার পর ৪২ রানে ৪ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের হাসান মোহসিন। 

আর এবারের বিশ্বকাপে এসে কাসিম এ দুজনকে ছাড়িয়ে গেলেন।  

কাসিমের এমন ইতিহাস গড়া অলরাউন্ডিং নৈপুণ্যে গত বৃহস্পতিবার শ্রীলংকাকে ২৩৮ রানের বিশাল ব্যবধানে হারায় পাকিস্তান।

অপরাজিত থেকেই মাঠ ছাড়েন কাসিম।  ৮০ বলে ১৩ বাউন্ডারি ও ৬ ছক্কায় ১৩৫ রান করেন কাসিম। 

ইতিহাসে নাম লিখিয়ে কাসিম বলেছেন, ‘আল্লাহকে ধন্যবাদ। মা–বাবার দোয়া আছে আমার সঙ্গে। ব্যাটিংয়ে ইতিবাচক মানসিকতা নিয়ে গিয়েছিলাম। ভালো ব্যাটিং করেছি। আত্মবিশ্বাস পাওয়ার পর শট খেলা শুরু করেছি। বাঁহাতি স্পিনারকে সামনে এসে যে ছয়টা খেলেছিলাম, সেটাই প্রিয়। আজকের ম্যাচটিই সবচেয়ে প্রিয়। অনূর্ধ্ব-১৯ ক্যারিয়ারে নিজের স্বপ্নের পারফরম্যান্সটা করেছি আজ। বিশেষ একটা মুহূর্ত।’

খেলা বিভাগের আরো খবর