‘কোহলির নেতৃত্ব হারানোর পেছনে অনেক রহস্য রয়েছে’


খেলা ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২, ০৯:২৬ এএম
‘কোহলির নেতৃত্ব হারানোর পেছনে অনেক রহস্য রয়েছে’

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার বলেছেন, বিরাট কোহলি সেচ্ছায় অধিনায়কত্ব থেকে সরে যায়নি। তাকে নেতৃত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে। 

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির এই পেসার আরও বলেছেন, কোহলিকে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, আমার মনে হয় না তিনি নিজে থেকে সরে গেছেন। তাকে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে। এর পিছনে অনেক রহস্য রয়েছে। 

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার নিজের ইউটিউব চ্যানেলে আরও বলেছেন, আমি যখন দুবাইতে ছিলাম তখনই আমি এই খবরটা জানতে পেরেছি। আমাকে যে এটা বলেছে তার নাম প্রকাশ করতে চাই না। আমার কিছু বন্ধু ছিল যারা হিন্দুস্তানের বাসিন্দা, তারা আমাকে বলেছিলেন যে বিরাট কোহলির সঙ্গে কী ঘটতে চলেছে। আমি এটা বুঝতে পেরেছিলাম। 

পাকিস্তানের হয়ে ১৬৩ ওয়ানডে ৪৬টি টেস্ট আর ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ৪৪৪ উইকেট শিকার করা সাবেক তারকা পেসার শোয়েব আখতার আরও বলেছেন, ভারতের উচিত কোহলির ইস্যু দ্রুত মিটিয়ে ফেলা। রবি শাস্ত্রী ভারতকে বেশ কিছু সাফল্য উপহার দিয়েছেন। রাহুল দ্রাবিড়কে অসাধারণ কিছু সাফল্য অর্জনের মাধ্যমে প্রমাণ করতে হবে তিনিও সফল।

খেলা বিভাগের আরো খবর