জাতীয় দলে ফিরতে সাব্বিরের দারুণ পরিকল্পনা 


খেলাধুলা ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০১:৫৬ পিএম
জাতীয় দলে ফিরতে সাব্বিরের দারুণ পরিকল্পনা 

গত দুই বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন হার্ড হিটার খ্যাত তারকা সাব্বির রহমান রুম্মন।

অনেক চেষ্টা করেও লাল-সবুজের জার্সি গায়ে চাপাতে পারছেন না। জাতীয় দলে ফেরার জন্য নতুন পরিকল্পনা নিয়েছেন তিনি। বেছে নিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ - বিপিএল মঞ্চকে। তাকে সেই সুযোগও করে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্রাঞ্চাইজি। এখন শুধু বিপিএলে নিজেকে প্রমাণের পালা এই ক্রিকেটারের। 

৪৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা সাব্বিরের কণ্ঠে শোনা গেল সেই প্রত্যয়।

বললেন, ‘এই বছরের বিপিএলে ভালো খেলা ছাড়া কোনো উপায় নাই। যেভাবে অনুশীলন করেছি, সেটা বিপিএলে প্রয়োগ করব। বিপিএলে বড় প্ল্যাটফর্ম, ভালো খেললে সবার নজর থাকে। ভালো খেলার চেষ্টা করব, আল্লাহ ভরসা। বিপিএল একটা বড় মঞ্চ। সব খেলোয়াড়রাই বড় মঞ্চের জন্য অপেক্ষা করে। এখানে যদি কেউ খুব ভালো খেলে, অবশ্যই বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পাবে। ইনশাআল্লাহ ভালো খেলার চেষ্টা করবে।’

২০১৪ সালে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়েই আন্তর্জাতিক অভিষেক ঘটে সাব্বিরের। এখন পর্যন্ত ৪৪ টি-টোয়েন্টিতে ৯৪৬ রান করেছেন সাব্বির। ৬৬টি ওডিআইতে তার সংগ্রহ ১৩৩৩ রান। ১১ টি টেস্ট খেলেছেন সাব্বির। সেখানে তার সংগ্রহ ৪৮১ রান।
 

খেলা বিভাগের আরো খবর