সাইফ ১৪, সাদমান ১৪, শান্তও ১৪


খেলাধুলা ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ০১:২৩ পিএম
সাইফ ১৪, সাদমান ১৪, শান্তও ১৪

এত চিন্তা করার কিছু নেই, নামের পাশে সংখ্যাগুলো পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে একেকজনের রানের হিসাব। শুক্রবার (২৬ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে সাইফ হাসান ১৪, সাদমান ইসলাম ১৪ এবং নাজমুল হোসেন শান্তও ১৪ রান করে আউট হয়েছেন।

দিনের শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সাইফের পর ফিরে যান সাদমান ইসলাম। ওয়ানডে মেজাজে খেলে আউট হন বাংলাদেশ ওপেনার সাইফ হাসান। শাহিন শাহ আফ্রিদির বলে আবিদ আলিকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ১২ বলে ১৪ রান করেন হাসান। অথচ কদিন আগে বাবর আজমদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৮ বল খেলে তিনি করেছিলেন মাত্র এক রান।
সাইফের পর ১৪ রান করে হাসান আলির বলে এলবিডব্লিউর শিকার হয়েছেন সাদমান। এরপর শান্ত ও মুমিনুল হকের ব্যাটে আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু শান্ত ৩৭ বলে ১৪ রান করার পর ফাহিম আশরাফের বলে সাজিদ খানকে ক্যাচ দিয়ে ফিরেন। দলীয় রান তখন ৪৭, স্কোর বোর্ডে আর ২ রান যোগ হতেই ফিরে যান মুমিনুল। ১৯ বলে ৬ রান করেন টাইগার দলপতি।
 
৪ উইকেটে বাংলাদেশ এখন ১৭ ওভারে ৫২ রান নিয়ে ব্যাট করছে। এক রান নিয়ে মুশফিকুর রহিম ও ৩ রান নিয়ে লিটন ক্রিজে রয়েছেন।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এর আগে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। বাংলাদেশ দলে অভিষেক হয়েছে ইয়াসির আলি রাব্বির। পাকিস্তান দলেও একজনের অভিষেক হয়েছে এ ম্যাচ দিয়ে। ইয়াসির আলি প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ৫৭ ম্যাচ। এই ফরম্যাটে তার শতকের সংখ্যা ৯টি। অন্যদিকে ৭৭টি লিস্ট ‘এ’ শ্রেণির ম্যাচে ২টি শত রানের ইনিংস রয়েছে তার নামের পাশে।
 
পাকিস্তান দলে অভিষেক হয়েছে আবদুল্লাহ শফিকের। এর আগে তিনি ৩টি প্রথম শ্রেণির ও ৪টি লিস্ট ‘এ’ শ্রেণির ম্যাচ খেলেছেন।
 
বাংলাদেশ একাদশ
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাইফ হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদাত হোসেন, আবু জায়েদ ও ইয়াসির আলি রাব্বি।
 
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।

খেলা বিভাগের আরো খবর