আগের ধারণার চেয়েও বেশি বয়স চাঁদের


নিউজ ডেস্ক: প্রকাশিত: জুলাই ৩১, ২০১৯, ০৫:৫২ পিএম
আগের ধারণার চেয়েও বেশি বয়স চাঁদের

বিজ্ঞানীদের আগের ধারণার চেয়েও চাঁদের বয়স অনেক বেশি। নতুন একটি গবেষণায় এ কথা জানিয়েছেন এই প্রজন্মের বিজ্ঞানীরা।

মহাকাশ গবেষকেরা বলছেন, সৌর জগৎ সৃষ্টির ৫০ মিলিয়ন বছর পরেই তৈরি হয় চাঁদ। আর এই তথ্য তারা পেয়েছেন চাঁদের পাথরে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে।

তার মানে চাঁদের বয়স ৪.৫১ বিলিয়ন বছর। আগে ধারণা করা হতো সৌর জগৎ সৃষ্টির ১৫০ মিলিয়ন বছর পর চাঁদের জন্ম।

বিজ্ঞানীদের দাবি, নতুন এই গবেষণা পৃথিবীর বয়স সম্পর্কেও চমকপ্রদ ধারণা দেবে।

কোলোন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই বয়স জানাটা জরুরি কেন না, তা আমাদের আদি পৃথিবীর ব্যাপারেও অনেক বিশদ তথ্য দেবে।

আদি পৃথিবীর অনেক তথ্যই আছে চাঁদের পাথরে। পৃথিবীতে এই তথ্য সংগ্রহ সম্ভব নয় কারণ বায়ুমণ্ডল, সূর্যের রশ্মি এবং পৃথিবীর অভ্যন্তরে সক্রিয়তার কারণে এতদিনে তাতে অনেক পরিবর্তন হয়েছে। চাঁদ তুলনায় অনেকটাই কম পরিবর্তনশীল। তাই সেই চাঁদের পৃষ্ঠের নমুনা থেকে ওই তথ্য নেওয়া সম্ভব।

গো নিউজ২৪/আই 

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর