আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট ডাউন


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মে ২, ২০১৯, ০৪:৩৮ পিএম
আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট ডাউন

বঙ্গোপসাগরে অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’ শুক্রবার বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে ‘ফণি’ আঘাত হানার আগেই নিজেই সঙ্কটে পড়েছে আবহাওয়ার অধিদফতর।

ডাউন হয়ে গেছে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট। 

এছাড়া ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আবহাওয়া অধিদফতরে। হটলাইনে ফোন করেও মানুষ আবহাওয়ার খবর জানতে পারছেন না।

এদিকে ফণীর কারণে ইতোমধ্যে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর ও চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর