গুগল ডুডলে বাংলা নববর্ষ


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৪, ২০১৯, ০৯:০২ এএম
গুগল ডুডলে বাংলা নববর্ষ

বাংলা নববর্ষে বিশেষ ডুডল প্রদর্শন করছে গুগল। ডুডলটিতে ফুটিয়ে তোলা হয়েছে মঙ্গল শোভাযাত্রা। সবুজ জমিনের ওপর রঙিন শোভাযাত্রাটি রাজধানীর চারুকলা থেকে বের হওয়ার আদলে ডুডলে শোভা পেয়েছে। ফুটে উঠেছে আবহমান বাঙলা সংস্কৃতি।

গুগলের হোমপেজে দেখানো বিশেষ লোগো হচ্ছে এ ডুডল। বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা–ই ডুডল।

শনিবার বছরের শেষ দিনের রক্তিম সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই হারিয়ে গেছে বাংলা বছর ১৪২৫। রোববার ভোরের সূর্য স্বাগত জানালো বাংলা নববর্ষ ১৪২৬'কে। নতুন বছরের প্রথম দিনটি চিরায়ত আনন্দ-উদ্দীপনা আর বর্ণাঢ্য উৎসবের মধ্য দিয়ে কাটায় প্রতিটি বাঙালির হৃদয়ে।

গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর