গুগল ম্যাপ: হামলার সময় ক্রিকেটারদের অবস্থান


নিউজ ডেস্ক: প্রকাশিত: মার্চ ১৫, ২০১৯, ০৭:৩০ পিএম
গুগল ম্যাপ: হামলার সময় ক্রিকেটারদের অবস্থান

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। জুমার নামাজের সময় হওয়ায় সে মসজিদেই নামাজ পড়তে যাচ্ছিলেন ক্রিকেটারটা। 

তবে মসজিদে ঢোকার আগমুহূর্তে অজ্ঞাত এক নারী রক্তাক্ত অবস্থায় এসে তামিমদের সতর্ক করে জানান যে মসজিদের ভেতরে গোলাগুলি হচ্ছে, ভেতরে যেও না। 

ধারণা করা হচ্ছে, ওই নারী সতর্ক বার্তা না দিলে অথবা মাত্র পাঁচ মিনিট আগে মসজিদে গেলেই অন্যরক কিছু ঘটে যেতে পারত।  

সে মহিলার সতর্কবার্তা শুনে তড়িঘড়ি করে টিম বাসের মধ্যে ঢুকে যায় বাংলাদেশ দলের খেলোয়াড়রা এবং শুয়ে পড়ে মেঝেতে। কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে থাকা নিরাপদ হবে না ভেবে তামিম-মিরাজরা বাস থেকে বেরিয়ে হাগলি পার্ক দিয়ে চলে জান ক্রাইস্টচার্চের হাগলি ওভাল স্টেডিয়ামের ড্রেসিংরুমে।

পাঠকরা চাইলে ঘটনাস্থল দেখে নিতে পারেন এখানে  গুগল স্ট্রিট ভিউতে...ক্লিক করে।

গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর