বিশ্বের সবচেয়ে দামি বাইক


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ১৩, ২০১৯, ০৫:৪৬ পিএম
বিশ্বের সবচেয়ে দামি বাইক

বিশ্বের সবচেয়ে দামি ইলেকট্রিক বাইক বাজারে এনেছে ফুয়েল নামের একটি প্রতিষ্ঠান। শুরুতে দুইটি মডেলের প্রিমিয়াম ইলেকট্রিক বাইক পাওয়া যাচ্ছে। বাইক দুইটির নাম ‘ফলো’ এবং ‘ফ্লুইড’। 

‘ফলো পাওয়া যাবে দুইটি আলাদা ভার্সনে। একটিতে থাকছে ১১ কিলোওয়াট মোটর। অন্যটি ৩৫ কিলোওয়াট মোটরের। মোটরের পাশাপাশি এতে আছে ৬০ লিটার স্টোরেজ। থাকছে স্মার্টফোন কানেক্টিভিটি।

৩০ মিনিটের কম সময়ে এই বাইক চার্জ করা যাবে। এক চার্জে ২০০ কি.মি. রাস্তা যাবে ফলো। মার্কিন যুক্তরাষ্ট্রে ফলো মডেলের দাম ১০,৯৯৫ মার্কিন ডলার। ফ্লুইড মডেলের বাইকে দুইটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। প্রয়োজনে এই ব্যাটারি পরিবর্তন করা যাবে।

 বিশ্বের সবচেয়ে দামি বাইক

হারলে ডেভিডসনের প্রাক্তন প্রকৌশলী এরিক বুএল ফুয়েল ইলেকট্রিক বাইকের প্রতিষ্ঠাতা। ইতিমধ্যেই একাধিক কোম্পানির হাত ধরে সাফল্যের মুখ দেখেছেন তিনি। এরিকের ডিজাইন করা নতুন ইলেকট্রিক বাইক গ্রাহকের মন জিততে পারে কি না তা জানার জন্য অপেক্ষা করতে হবে।

গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর