১২ মে’র মধ্যে সব টিভি সম্প্রচার বঙ্গবন্ধু স্যাটেলাইটে


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ১১, ২০১৯, ০৪:২২ পিএম
১২ মে’র মধ্যে সব টিভি সম্প্রচার বঙ্গবন্ধু স্যাটেলাইটে

দেশের সব টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 

আগামী ১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের এক বছর পূর্তি হবে। ১২ মে নাগাদ বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা করা হবে। প্রথম তিন মাস বিনা মূল্যে সেবা দেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ।

সোমবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনারস (এটকো) এর নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, ১২ মে নাগাদ ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে গাজীপুরের সজিব ওয়াজেদ গ্রাউন্ড স্টেশনে নিয়ে যাবে, সেখান থেকে আপলিঙ্ক করবে এবং আবার ডাউনলিঙ্ক করবে সেজন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এসময় ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ সবার সঙ্গে আলোচনা করে (সেবার) দর নির্ধারণ করবে’ বলেনও জানান হাছান মাহমুদ।

গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর