২৪৪টি পর্নো সাইট বন্ধ করলো সরকার


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০১৯, ০৫:২২ পিএম
২৪৪টি পর্নো সাইট বন্ধ করলো সরকার

বাংলাদেশ থেকে দেখা যায় এমন ২৪৪টি পর্নো ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এতথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

এ অভিযান আগামীতে চলবে বলেও জানান তিনি।

মন্ত্রী স্ট্যাটাসে লিখেছেন, '২৪৪টি পর্নো সাইট বন্ধ করেছি। অভিযান চলছে। চলবে।'

পর্নো ওয়েবসাইট বন্ধের ব্যাপারে দীর্ঘদিন ধরে সর্বোচ্চ কঠোর অববস্থানের কথা জানিয়ে আসছে সরকার।

সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকেও এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে। কয়েক দফায় পর্নো ওয়েবসাইট বন্ধে কার্যকরী অবস্থান নেন তিনি।

পর্নো ওয়েবসাইট বন্ধ করার বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায় গত নভেম্বরে। ওই সময় এক রিটের শুনানি নিয়ে ছয় মাসের জন্য দেশের সব পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।

গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর