আপনার হারানো স্মার্টফোন খুঁজে দিবে গুগল ম্যাপ


নিউজ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৯, ১১:৪৪ এএম
আপনার হারানো স্মার্টফোন খুঁজে দিবে গুগল ম্যাপ

শখের কেনা প্রিয় স্মার্টফোনটি হারিয়ে গেলে কার না মন খারাপ হয়। ফোনের সঙ্গে হারিয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ তথ্যও। তবে আগে থেকেই সতর্ক থাকলে হারানো ফোন ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে! হারানো হ্যান্ডসেট ফিরে পেতে সহায়ক হতে পারে গুগল ম্যাপ। 

আইফোনের 'ফাইন্ড মাই ফোন' ফিচারের মতো অ্যান্ড্রয়েডেও চালু হয়েছে 'ফাইন্ড ইউর ফোন' অপশন। যদি আগে থেকেই ফোনে গুগল ম্যাপ সার্ভিস চালু করা থাকে তাহলে এই অপশনের মাধ্যমে ফোনটি কোথায় আছে তা ট্র্যাক করে যাবে। অপশনটি চালু অবস্থায় সংশ্নিষ্ট হ্যান্ডসেটটি হারিয়ে গেলে অন্য ফোনের মাধ্যমে ডিভাইসটি খুঁজে পেতে সহায়তা নেওয়া যাবে। অন্য যে কোনো ফোনের মাধ্যমে হারিয়ে যাওয়া হ্যান্ডসেটটির অবস্থান ট্র্যাক করা যাবে। 

স্মার্টফোনটি  ট্র্যাক করতে যা যা লাগবে:

১)অন্য একটি স্মার্টফোন অথবা কম্পিউটার।
২) ইন্টারনেট কানেকশন।
৩) হারিয়ে যাওয়া ফোনটিতে যে মেইল দিয়ে লগ ইন করেছিলেন তার আইডি ও পাসওয়ার্ড।

যেভাবে খুঁজতে হবে

১) স্মার্টফোন অথবা কম্পিউটার দিয়ে এই ঠিকানায় (Find my device) প্রবেশ করুন। 

২) হারিয়ে যাওয়া ফোনটিতে থাকা মেইল দিয়ে এখানে আবার লগইন করুন।

৩) ডান পাশের প্রথম ওপরের অপশনে ক্লিক করুন।

৪)'ইউর টাইমলাইন' অপশন সিলেক্ট করুন।

৫) যে তারিখের লোকেশন দেখতে চান সেটি লিখুন।

৬)এরপর ম্যাপে আগের লোকেশনসহ বর্তমান লোকেশন ভেসে উঠবে।

গুগল ম্যাপের ফিচারটি সঠিকভাবে কাজ করার অন্যতম শর্ত ডিভাইসটি চালু থাকতে হবে এবং লোকেশন সার্ভিস অন থাকতে হবে। 

গোনিউজ২৪/এমএএস

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর