নকল মোবাইল শনাক্তে আইএমইআই ডাটাবেজ চালু


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৯, ০৭:২৭ পিএম
নকল মোবাইল শনাক্তে আইএমইআই ডাটাবেজ চালু

প্রথমবারের মতো দেশে চালু হয়েছে আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) ডাটাবেজ। এর মাধ্যমে গ্রাহকরা মোবাইলটি নকল বা অবৈধ কি-না তা জেনে নিতে পারবেন। রোধ করা যাবে মোবাইল চুরি। চোরাইপথে আমদানি বন্ধ হওয়ায় বাড়বে সরকারের রাজস্ব আয়। মোবাইলের মাধ্যমে সংগঠিত হওয়া অপরাধও ঠেকানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার বিকালে রাজধানীর বিটিআরসি ভবনে আইএমইআই ডাটাবেজের উদ্বোধন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।

নিজের মোবাইলের আইএমইআই নম্বর ১৬০০২ নম্বরে এসএমএস করে নিজের মোবাইলের সঠিকতা জানার মাধ্যমে ডাটাবেজের উদ্বোধন করেন মন্ত্রী।

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, এই মুহূর্তটি দেশের জন্য একটি মাইলফলক। আগে আমরা সরকারের কাছে রেয়াত, কর অব্যাহতি চেয়েছি। এখন এর মাধ্যমে সরকারকে আরও বেশি রাজস্ব দিতে পারব। চুরি করা হ্যান্ডসেট আমদানি রোধ হওয়ায় রাজস্ব ফাঁকি হ্রাস পাবে। এনবিআর এখন ঘরে বসেই বুঝতে পারবে কে কর দিয়েছে আর কে দেয়নি।

তিনি বলেন, নতুন এই প্রযুক্তি চালুর ফলে দেশে গড়ে উঠা মোবাইল উদ্যোক্তারাও উপকৃত হবেন।

কীভাবে আইএমইআই যাচাই করা যাবে:

নতুন মোবাইল ক্রয় করার ক্ষেত্রে প্যাকেটের গায়ে লেখা ১৫ ডিজিটের আইএমইআই নম্বর এবং ব্যবহৃত মোবাইলের ক্ষেত্রে  *#০৬# চেপে ১৫ ডিজিটের নম্বর KYD১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি ম্যাসেজে আইএমইআই নম্বরটি বিটিআরসির ডাটাবেজে সংরক্ষিত রয়েছে কি-না তা জানা যাবে।

গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর