গুগলে ‘ভিখারি’ ইমরান খান


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৮, ০৭:০৬ পিএম
গুগলে ‘ভিখারি’ ইমরান খান

বেশ কয়েকদিন আগে সার্চ ইঞ্জিন গুগলে ইংরেজিতে ‘ইডিয়ট’ লিখলেই ভেসে আসতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। এজন্য প্রশ্নের মুখে পড়তে হয়েছে গুগলের সিইও সুন্দর পিচাইকে। দিতে হয়েছে এর ব্যাখ্যা।

এবার একই রকম প্রশ্ন তুলেছে পাকিস্তান। পাকিস্তানের অভিযোগ গুগলে ‘ভিখারি’ লিখে সার্চ দিলে ভেসে আসছে প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি।

এজন্য সুন্দর পিচাইকে প্রশ্নের মুখে পড়তে হবে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পাঞ্জাব অ্যাসেম্বলিতে এমন একটি রেজোলিউশন পাশ করা হয়েছে।

রেজোলিউশনে বলা হয়েছে, গুগল সিইও-কে ডেকে জিজ্ঞাসা করা হবে ‘ভিখারি’ লিখে গুগলে সার্চ করলেই পাক প্রধানমন্ত্রীর ছবি কেন আসছে।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খবর সম্প্রচারের সময় ইংরেজিতে ‘ব্রেকিং’ না লিখে ‘বেগিং’ লিখে ফেলে একটি টিভি চ্যানেল। এতে বিশ্বব্যাপী ট্রলের শিকার হয় পাক প্রধানমন্ত্রী। 

গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর