এ বছর গুগলে কাকে বেশি খুঁজেছেন বাংলাদেশিরা


নিউজ ডেস্ক: প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০১৮, ১২:৪৩ পিএম
এ বছর গুগলে কাকে বেশি খুঁজেছেন বাংলাদেশিরা

প্রতি বছর গুগল সার্চে কাকে বেশি খোঁজা হয় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে গুগল কর্তৃপক্ষ। প্রতিটি দেশ অনুযায়ী সার্চ করার বিষয়বস্তুগুলো আলাদা। তবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে সবচেয়ে বেশিবার খোঁজ করা বিষয়ের শীর্ষে রয়েছে খেলা।

বাংলাদেশি ব্যবহারকারীদের সার্চ নিয়ে তিনটি বিভাগের তালিকা প্রকাশ করেছে গুগল। বিভাগগুলো হল সার্চেস, পিপল ও মুভিজ।

পিপল বা ব্যক্তি তালিকায় শীর্ষ দশের মধ্যে রয়েছেন ক্রোয়েশিয়ান প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার কিতারোভিচ। ফুটবল বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষের নজর কাড়েন তিনি। তার বেশকিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়। বাংলাদেশিরা এ বছর তাকে সবচেয়ে বেশিবার সার্চ দিয়েছেন।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। চোখ দিয়ে ইশারা করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যান প্রিয়া। ভারতের দক্ষিণী অভিনেত্রীকে গুগলে বেশ ভালোই সার্চ করেছেন বাংলাদেশিরা।

সার্চের ব্যক্তি তালিকায় তৃতীয় স্থানে আছেন মেগান মর্কেল। ব্রিটিশ রাজপরিবারের ছোট বউকে নিয়ে আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশিরা। তাকে নিয়েও সার্চ হয়েছে বাংলাদেশে। এই তালিকায় শীর্ষ দশে আরও রয়েছেন মিয়া খলিফা, সানি লিওন, কিলিয়ান এমবাপ্পে, মিয়া মালকোভা, নিক জোনাস, খালেদা জিয়া এবং হিরো আলম।

বাংলাদেশিদের গুগল সার্চ তালিকার শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে ক্রিকবাজ, ওয়ার্ল্ড কাপ এবং এইচএসসি রেজাল্ট। আর মুভি তালিকার শীর্ষ তিনে আছে আমির খান-অমিতাভ বচ্চনের থাগস অব হিন্দুস্তান, মার্ভেল স্টুডিও'র অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এবং সালমান খান-ক্যাটরিনা কাইফের টাইগার জিন্দা হ্যায়।

গোনিউজ২৪/এআরএম

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর