ইন্টারনেটে সমস্যা থাকবে ৪৮ ঘন্টা


নিউজ ডেস্ক: প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৮, ০৩:১২ পিএম
ইন্টারনেটে সমস্যা থাকবে ৪৮ ঘন্টা

‘কি ডোমেইন’ সার্ভারের রুটিন মেরামতের কারণে আগামী দুইদিন সারাবিশ্বে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সমস্যা হতে পারে।  বৃহস্পতিবার রাশিয়া টুডে’র এক প্রতিবেদেন বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, উপরোক্ত সময়ে সার্ভার সমস্যার কারণে ওয়েব পেজ খোলায় সমস্যা হবে। এ কারণে ব্যাহত হতে পারে ইন্টারনেটভিত্তিক সব ধরনের লেনদেন। ইন্টারনেট সেবা একেবারে বন্ধ হয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

ইন্টারনেটের অ্যাড্রেস বুক বা ডোমেন নেম সিস্টেমকে (ডিএনএস) সুরক্ষিত রাখার জন্য যে ‘ক্রিপটোগ্রাফিক কি’ রয়েছে, তা বদলানোর জন্য দি ইন্টারনেট কর্পোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন)- এ মেরামতের কাজ করবে। 

৪৮ ঘণ্টা পর ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর