১ লাখ স্পটে ফ্রি ওয়াইফাই সেবা দেবে সরকার:পলক


প্রকাশিত: নভেম্বর ৩০, ২০১৫, ০৯:০৭ পিএম
১ লাখ স্পটে ফ্রি ওয়াইফাই সেবা দেবে সরকার:পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, হাট-বাজার-স্কুল-কলেজসহ জনগুরুত্বপূর্ণ এক লাখ স্পটে (যেসব স্থানে লোকসমাগম বেশি থাকে) ফ্রি ওয়াইফাই এবং হটস্টপ সেবা দেওয়া হবে। সোমবার (৩০ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার অডিটরিয়ামে উচ্চ মাধ্যমিক শ্রেণির আইসিটি বিষয়ে ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পলক আরও বলেন, আগামী ৩ বছরের মধ্যে ৪ হাজার কলেজে হাইস্পিড ইন্টারনেট কানেকশন দেওয়া হবে। এছাড়া ২০২১ সালের মধ্যে দেশের আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় হবে বলেও জানান তিনি।

 

জা/আ

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর