মিস্টার বিন মারা যাওয়ার গুজবে তোলপাড়


নিউজ ডেস্ক: প্রকাশিত: জুলাই ১৯, ২০১৮, ০৮:৫৭ পিএম
মিস্টার বিন মারা যাওয়ার গুজবে তোলপাড়

মুহূর্তের মধ্যেই দাবানলের মতোই ছড়িয়েছে খবর। বিখ্যাত ব্রিটিশ অভিনেতা মিস্টার বিন মারা গেছেন! কিন্তু কিছু সময় না যেতেই জানা গেল তার মৃত্যুর এ খবরটি সত্য নয়। কে বা কারা ইন্টারনেট দুনিয়ায় ইচ্ছাকৃতভাবেই এ গুজব ছড়িয়ে দিয়েছে।

সম্প্রতি মিস্টার বিনের খবরে তার বহু ভক্ত শোকবার্তা প্রকাশ করেছেন। প্রিয় কমেডিয়ান রোয়ানের মৃত্যুর সংবাদে ভক্তরা শোকাহত হলেও খবরটির বিস্তারিত পড়তে গিয়ে বোকা বনে যান। এ খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘মিরর’ এর খবরে বলা হয়েছে, রোয়ান অ্যাটকিনসন (মিস্টার বিন) এক গাড়ি দুর্ঘটনায় মারা গছেন। সামাজিক মাধ্যমে এই মিথ্যা খবর প্রকাশ করা হয় ‘ফক্স ব্রেকিং নিউজ’ নামের কোনো নকল সংবাদ সংস্থার নাম দিয়ে।

মিররের খবরে বলা হয়, মিস্টার বিনের মৃত্যুর যে খবর প্রকাশ করা হয়েছে ওই খবরে লিংকে ভাইরাস সংযুক্ত করা হয়েছে। যারা সেটিতে ক্লিক করছেন মুহূর্তে তাদের কম্পিউটারে ভাইরাস ঢুকে পড়ছে।

 

গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর