রেল দুর্ঘটনা রোধ করবে মিঠুনের সিগন্যাল যন্ত্র


নাহিদ হোসেন, নাটোর প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১৮, ২০১৮, ০৫:২৮ পিএম
রেল দুর্ঘটনা রোধ করবে মিঠুনের সিগন্যাল যন্ত্র

রেল দুর্ঘটনা রোধে যন্ত্র আবিস্কার করলেন নাটোরের সিংড়া পৌর শহরের গোডাউন পাড়া মহল্লার যুবক মনোয়ার হোসেন মিঠুন। তার আবিস্কৃত রেল সিগন্যাল যন্ত্রটি প্রতিটা জংশনে ব্যবহার করলে রেলের যেকোন স্লিপার কিংবা পাটাতন বিচ্ছিন্ন থাকলে সিগন্যাল পাওয়া যাবে আগে থেকেই। এতে করে দুর্ঘটনা এড়াতে যথেষ্ট সময় পাবেন চালক।  

এবিষয়ে মিঠুন বলেন, রেলে ভ্রমন করার সময়ে বারবার মনে হয়েছে যদি দূর্ঘটনা ঘটে, প্রানহানি ঘটে। এই দুঃশ্চিন্তা থেকে সাধারণ যাত্রীদের মুক্ত করতে দীর্ঘদিন ধরে চেষ্টার ফসল এই যন্ত্র। 

এখন সরকারীভাবে তার এই যন্ত্রটিকে পরীক্ষামূলকভাবে রেলে ব্যবহারের সুযোগ দিলে সফলতা আসবে বলে মনে করেন মিঠুন। 

 

গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর