উৎক্ষেপণের শুরু থেকে প্রতি সেকেন্ডের সময়সূচি


নিউজ ডেস্ক প্রকাশিত: মে ১০, ২০১৮, ০৮:৩৬ পিএম
উৎক্ষেপণের শুরু থেকে প্রতি সেকেন্ডের সময়সূচি

ঢাকা:  অনেক প্রতিক্ষার পরে অবশেষ মহাকাশে যাচ্ছে বাংলাদেশের প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। শেষ মুহুর্ত পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলে ফ্লোরিডা সময় ৪টা ১২ মিনিট, বাংলাদেশ সময় রাত ২টা ১২ মিনিটের মধ্যে ডানা মেলে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবে স্যাটেলাইটি।

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের দৃশ্য দেখানো হবে স্পেসএক্স’র ওয়েবসাইটে। সংস্থাটির পক্ষ থেকে থেকে প্রকাশিত এ উৎক্ষেপণ ও এর পরবর্তী কর্মকাণ্ডের সময়সূচি বাংলানিউজের পাঠকদের জন্য দেওয়া হলো। বাংলাদেশ টিভিতেও সরাসরি সম্প্রচার করা হবে।

উৎক্ষেপণের সময়সূচি:

রাত ০১.৩৫.০০ - প্রোপিল্যান্ট লোডিং ভ্যারিফাই 
রাত ০১.৪৭.০০ - আরপি-১ (রকেট জ্বালানি) লোডিং
রাত ০১.৪৭.০০ - প্রথম পর্যায়ের লিকুইড অক্সিজেন (এলওএক্স) লোডিং
রাত ০১.৫৬.০০ - দ্বিতীয় পর্যায়ের এলওএক্স লোডিং
রাত ০২.০৫.০০ - লঞ্চ পূর্ববর্তী ফ্যালকন-৯ এর ইঞ্জিন শীতলীকরণ
রাত ০২.১১.০০ - চূড়ান্ত উৎক্ষেপণের আগে ফ্লাইট কম্পিউটার চেক
রাত ০২.১১.০০ - প্রপিল্যান্ট ট্যাংক প্রেশারাইজেশন
রাত ০২.১১.১৫ - স্পেসএক্সের লঞ্চ ডিরেক্টর উৎক্ষেপণের চূড়ান্ত ভেরিফিকেশন জানাবেন
রাত ০২.১১.৫৭ - ইঞ্জিন ইগনিশন প্রক্রিয়া চালুর নির্দেশ দেবে ইঞ্জিন কন্ট্রলার কমান্ড
রাত ০২.১২.০০ - ফ্যালকন-৯ উৎক্ষেপণ
 

উৎক্ষেপণ পরবর্তী কর্মকাণ্ডের সময়সূচি:

রাত ০২.১৩.১৪ - রকেট সর্বোচ্চ মেকানিক্যাল স্ট্রেসে পৌঁছাবে
রাত ০২.১৪.৩১ - প্রথম স্টেজের মেইন ইঞ্জিন কাট-অফ
রাত ০২.১৪.৩৩ - স্টেজ দ্বিতীয় থেকে প্রথম স্টেজ আলাদা
রাত ০২.১৪.৩৬ - দ্বিতীয় স্টেজের ইঞ্জিন (এসইসিও-১) চালু
রাত ০২.২০.১০ - প্রথম স্টেজের ল্যান্ডিং
রাত ০২.২০.১৯ - দ্বিতীয় স্টেজের ইঞ্জিন (এসইসিও-১) কাট-অফ
রাত ০২.৩৯.৩৮ - দ্বিতীয় স্টেজের ইঞ্জিন (এসইসিও-২) পুনরারম্ভ
রাত ০২.৪০.৩৭ - দ্বিতীয় স্টেজের ইঞ্জিন (এসইসিও-২) কাট-অফ
রাত ০২.৪৫.৩৮ - বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ডিপ্লয়মেন্ট


গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর