ফেসবুকে মৃত্যুর গুজব : ইমরানেরসহ ২৫ একাউন্ট সনাক্ত


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১০, ২০১৮, ০৪:০৮ পিএম
ফেসবুকে মৃত্যুর গুজব : ইমরানেরসহ ২৫ একাউন্ট সনাক্ত

ঢাকা : কোটা ব্যবস্থার সংস্কার দাবিতে আন্দোলনের প্রথম দিনে পুলিশের সঙ্গে সংঘর্ষে এ শিক্ষার্থী নিহত হওয়ার গুজব ছড়ানোর জন্য অন্তত ২৫টি ফেসবুক একাউন্ট সনাক্ত করেছে পুলিশের সাইবার ক্রাইম টিম। এর মধ্যে রয়েছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের অ্যাকাউন্ট।

এই একাউন্টগুলো থেকে সামাজিক মাধ্যমে মৃত্যুর গুজব ছড়ানো ও আন্দোলনে উস্কানি দেয়া হয়েছিল বলে অভিযোগ আনা হচ্ছে।

আন্দোলনের শুরু থেকে ইমরানের অ্যাকাউন্ট থেকে একাধিক স্ট্যাটাস দেয়া হয়েছে। এক শিক্ষার্থীকে পুলিশ হত্যা করেছে বলেও ইমরানের অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়। পরে ওই শিক্ষার্থীই জানান, তিনি বেঁচে আছেন।

পুলিশ বলছে, আবু বক্কর সিদ্দিকি নামে আহত এক শিক্ষার্থীর অজ্ঞান অবস্থার ছবি তুলে তার মৃত্যু হয়েছে বলে গুজব ছড়ানো হয়। মৃত্যুর গুজব সবচেয়ে বেশি ছড়ানো হয়েছে ইমরান এইচ সরকারের ভেরিফায়েড পেজ থেকে। পেজটিতে সাড়ে ১৪ লাখের বেশি লাইকার রয়েছেন।

এসব বিষয়ে জানতে পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, মৃত্যুর গুজব ও উসকানিমূলক পোস্ট দেয়া ২০-২৫টি অ্যাকাউন্ট সনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর