আগুন নেভাতে দারুণ কার্যকর বলটি


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ৫, ২০১৮, ০৭:২০ পিএম
আগুন নেভাতে দারুণ কার্যকর বলটি

ঢাকা : বিশ্বের উন্নত দেশগুলোতে আগুন নেভানোর কাজে বেশ জনপ্রিয় ‘ফায়ার ইনস্টিংগুয়েসার বল’। এবার বাংলাদেশেও শুরু হয়েছে বলটির ব্যবহার। বাংলাদেশে এটি ‘আগুন নেভানোর বোমা’ হিসেবে পরিচিতি পেয়েছে ইতোমধ্যে। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০১৮’। সেখানে ৪০১ নম্বর বাংলা ট্র্যাকের স্টলে পাওয়া যাচ্ছে বলটি। 

কোথাও আগুন লাগলে এই বলটি ছুড়ে মারা হলে তিন সেকেন্ডের মধ্যে বিকট শব্দে ফুটবে এটি। এটি বিস্ফোরণের সঙ্গে সঙ্গে নিমিষেই নিভে যাবে আগুন। সাইজটা টেনিস বল আর ফুটবলের মাঝামাঝি। ওজন এক কেজি তিনশ’ গ্রাম। ৫ বছর মেয়াদি প্রতিটি বলের দাম আড়াই হাজার টাকা হলেও মেলা উপলক্ষে এক হাজার টাকা ছাড়ে ১৫শ টাকায় বিক্রি হচ্ছে বলটি।

বলটি তুলনামূলক হালকা। এর ভেতরে ফায়ার ইনস্টিংগুয়েসারের ডিসিপি পাওডার আছে। এতে আগুনের তাপ লাগলে এটি স্বয়ংক্রিয়ভাবে ফেটে যাবে। এর ভেতরে থাকা পাওডার ১০০ ফিট দূরত্ব পর্যন্ত ছিটে গিয়ে আগুন নেভাবে। এছাড়া কোথাও আগুন লাগলে যদি ছুড়ে মারা হয় তখনই এটি ১০২ ডেসিবেল শব্দে বিস্ফোরিত হবে।

 

গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর