ফেসবুক কি বন্ধ হয়ে যাচ্ছে?


নিউজ ডেস্ক প্রকাশিত: মার্চ ২২, ২০১৮, ০৯:২০ এএম
ফেসবুক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বর্তমান ইন্টারনেট দুনিয়ায় জনপ্রিয় সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মূহুর্তেই যোগাযোগ করা যায় ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে।

তবে সম্প্রতি ফেসবুক নিয়ে একটি সমীক্ষা প্রকাশ্যে আসে ৷ কেমব্রিজ অ্যানালিটিকা নামে একটি সংস্থা সোশ্যাল নেটওয়ার্ক থেকে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করছে ৷ গত দু’দিন ধরে একাধিক নিউজ চ্যানেলের স্টিং অপারেশনে উঠে এসেছে এই তথ্য ৷ প্রায় ৫০ মিলিয়ন মানুষের তথ্য নিয়ে নয়ছয় করেছে ওই সংস্থাটি ৷

#DeleteFacebook ৷ এই হ্যাশট্যাগ রীতিমত হইচই ফেলে দিয়েছে টুইটারে ৷ ফেসবুক বন্ধ করার দাবিতে উঠেপড়ে লেগেছেন সবাই ৷ এমনকী, টুইটার ট্রেন্ডেও একেবারে প্রথমের সারিতে উঠে এসেছে এই হ্যাশট্যাগ বিপ্লব ৷ কিন্তু এই বিপ্লব ঘটনোর আসল কারণটি ঠিক কি ?

বিপ্লবের সূত্রপাত বিরেইন অ্যাক্টনের টুইটার অ্যাকাউন্ট থেকে ৷ ভারতীয় সময় অনুযায়ী, ভোর সাড়ে চারটে নাগাদ হোয়াটসঅ্যাপের সহ প্রতিষ্ঠাতা বিরেইন টুইটারে ‘It is time. #deletefacebook’ পোস্ট করেন ৷ বেরেইন টুইটারে তাঁর ফলোয়ারদের উদ্দেশে বলেন, এটিই সঠিক সময় ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার ৷

বিদেশি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেমব্রিজ অ্যানালিটিকা রিসার্চের প্রধান ক্রিস্টোফার উইলি সম্পূর্ণ বিষয়টি ফাঁস করেন ৷

গো নিউজ২৪/এমআর

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর