ফেসবুকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বন্ধ হওয়ার আশঙ্কা


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২১, ২০১৮, ০৫:৪৪ পিএম
ফেসবুকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বন্ধ হওয়ার আশঙ্কা

ঢাকা : যাত্রা শুরুর পর থেকে সবচেয়ে ভয়াবহ অভিযোগের মুখোমুখি হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ভুয়া খবর ছড়িয়ে দেওয়া এবং গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ আনা হলো ফেসবুকের বিরুদ্ধে।

এরইমধ্যে অভিযোগের বিপরীতে ফেসবুকের বক্তব্য জানতে চেয়ে মার্ক জাকারবার্গকে চিঠি দিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। 

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় কমিটি জানিয়েছে, তারাও অভিযোগের জবাব পেতে জাকারবার্গকে কংগ্রেসে ডাকবেন। ঘটনার তদন্তও চলমান। ইতোমধ্যে সাসপেন্ড করা হয়েছে কোম্পানির চিফ এক্সিকিউটিভ অ্যালেকজান্ডার নিক্সকে। ৫০ মিলিয়নের বেশি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য জালিয়াতির অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়৷

বিশ্লেষকরা বলছেন, কেবল ব্যক্তিগত গোপন তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করে দেওয়া নয়; ফেসবুক তার গ্রাহকদের ওপর নজরদারিও চালায়।

এদিকে এমন অভিযোগের ভিত্তিতে ফেসবুক ডিলিট করার পরামর্শ দিয়েছেন হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাক্টন। ফেসবুক তথ্য ফাঁস করে এমন অভিযোগে তুলে ফেসবুক ডিলিট করার পরামর্শ দিয়েছেন তিনি৷ অ্যাক্টন সম্প্রতি টুইটারে লিখেছেন, ‘সময় এসে গেছে৷ #ডিলিট ফেসবুক৷

তবে ফেসবুকের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও গত ৫ দিনে কোম্পানির শেয়ার ব্যাপক হারে পড়ে গেছে৷

 

গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর