গাড়ি চালাতে লাগবে পাইলটের লাইসেন্স


নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ১৪, ২০১৮, ০৩:৫৯ পিএম
গাড়ি চালাতে লাগবে পাইলটের লাইসেন্স

ঢাকা : বিশ্ববাজারে সূচনা হলো উড়ন্ত গাড়ির। প্যাল-ভি নামের একটি ডাচ কোম্পানি তাদের প্রথম উড়ন্ত গাড়ি বাজারে ছেড়েছে। জেনেভা মোটর শোতে এই কোম্পনি তাদের তৈরি এই তিন চাকার গাড়ি-কাম-হেলিকপ্টার প্রদর্শন করেছে। এর মাথার ওপর হেলিকপ্টারের মতোই রোটর বা পাখা রয়েছে যা ভাঁজ করে রাখা যায়। এর  পেছন দিকে  আরও একটি প্রপেলার রয়েছে।

তবে যে কেউ চাইলেই কিন্তু গাড়িটি চালাতে পারছেন না। এটি চালাতে হলে অবশ্যই তাকে পাইলটের লাইসেন্সধারী হতে হবে। 

গাড়িটির নাম দেওয়া হয়েছে `লিবার্টি` । মাটির ওপর গাড়ি হিসেবে চলার সময় এই যানটির সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ৯৯ মাইল। আর ওড়ার সময় সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১১২ মাইল। ব্রিটিশ মুদ্রায় এর দাম হবে দুই লাখ ৬৮ হাজার পাউন্ড। লিবার্টি আকারে অনেক বড় এবং বিলাসবহুল।

প্যাল ভি কোম্পানির প্রধান নির্বাহী রবার্ট ডিঙ্গেমান্স বিবিসিকে বলেন, "লিবার্টিকে নিয়ে আপনি আপনার গ্যারেজ থেকে যাত্রা শুরু করতে পারবেন এবং সোজা আপনি যেখানে যেতে চান সেখানে গিয়ে নামতে পারবেন।

প্যাল-ভি অবশ্য একমাত্র কোম্পানি নয় যারা বাণিজ্যিকভাবে উড়ন্ত গাড়ি তৈরির চেষ্টা করছে।

আমেরিকান কোম্পানি টেরাফুগিয়া এক ধরণের উড়ন্ত গাড়ি তৈরি করেছে, যার প্লেনের মতোই পাখা আছে, এবং তা মাটিতে নামার পর সুন্দরভাবে ভাঁজ করে রাখা যায়।

 

গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর