হ্যাকারদের আয় কোটি ডলার


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৫, ২০১৫, ০৩:৫১ পিএম
হ্যাকারদের আয় কোটি ডলার

স্কাইনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, আশঙ্কাজনক হারে সাইবার অপরাধী দলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সে তুলনায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। সাইবার হামলায় সাবেক সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন অংশের লোকজনও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলেই জানিয়েছে স্কাইনিউজ।

রাশিয়াভিত্তিক কম্পিউটার নিরাপত্তা সংস্থা ক্যাসপারস্কি জানিয়েছে, শীর্ষ এই সাইবার অপরাধী গোষ্ঠীটি প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের বিভিন্ন ব্যবসা এবং ব্যক্তিকে হামলার জন্য চিহ্নিত করে থাকে। 

ক্যাসপারস্কির তদন্ত ইউনিটের প্রধান রুসলান স্টোয়ানভ জানিয়েছেন, বিগত তিন বছরে নতুন এক হাজার সাইবার গ্যাং প্রতিষ্ঠিত হয়েছে। তবে হাজারখানেক হ্যাকার থাকলেও পেশাদারি হ্যাকিংয়ের মাধ্যমে শীর্ষপদ ধরে রেখেছে ২০ জন হ্যাকারের ছোট একটি দল এবং দলটি নিজেদের অপরাধ কার্যক্রমের মাধ্যমে লাখ লাখ ডলার হাতিয়ে নিচ্ছে। 

 

আ/ রা 

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর