পৃথিবীর সবচেয়ে কালো বস্তু


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৫, ২০১৫, ১১:৫৭ এএম
পৃথিবীর সবচেয়ে কালো বস্তু

সম্প্রতি পদার্থ বিজ্ঞানীরা এমন এক কালো বস্তু তৈরি করেছে যা কিনা ৯৯ শতাংশ আলো শুষে নিতে পারে। বলা হচ্ছে এটিই পৃথিবীর সবচেয়ে কালো বস্তু। এর নাম দেয়া হয়েছে সুপার ব্ল্যাকেস্ট মেটেরিয়াল।  

সৌর শক্তিকে বেশি করে কাজে লাগাতেই এই কালো বস্তু তৈরির প্রয়োজন পড়ে।কয়েক মাসের প্রচেষ্টায় তৈরি হয়ে যায় ন্যানো স্ট্রাকচারাল বস্তুটি।

যারা কালো বস্তুটি দেখেছেন তারা বলছেন, ওই কালো বস্তুর দিকে তাকানো যাচ্ছে না। বস্তুটি এতটাই কালো যে চাইলেই চোখের রেটিনায় চাপ পড়ে।

বিজ্ঞানীরা বলছেন, বেশি করে আলো শুষে নিলে বেশি শক্তি উৎপন্ন হবে। তাতে সৌর শক্তিকে বেশি করে ব্যবহার করা যাবে। ন্যানো টেকনোলজির জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর