৪ ফেব্রুয়ারি পৃথিবী ধ্বংসের সম্ভাবনা কতখানি!


নিউজ ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৮, ০৫:৫০ পিএম
৪ ফেব্রুয়ারি পৃথিবী ধ্বংসের সম্ভাবনা কতখানি!

ঢাকা : ৪ ফেব্রুয়ারি কী আসলেই পৃথিবী ধ্বংস হতে চলেছে! এই দিনই ‘২০০২ এজে ১২৯’ নামের গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে! এমন হেডলাইন তৈরি করে বিভিন্ন সংবাদমাধ্যম ‘বাজার গরম’ করলেও, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পৃথিবীর সঙ্গে কোনো সংঘাত হচ্ছে না ওই গ্রহাণুর।

নাসার হিসাব অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি পৃথিবীর কাছ দিয়ে বেরিয়ে যাবে ‘এজে১২৯’ গ্রহাণু। তবে কতো কাছ থেকে তাও জানিয়েছে নাসা।  বলেছে পৃথিবী থেকে গ্রহাণুটির ব্যবধান থাকবে  ৪০ লক্ষ ২০ কিলোমিটার। অর্থাৎ, পৃথিবী এবং চাঁদের মধ্যে যে দূরত্ব তার দশ গুণ দূর দিয়ে যাবে ওই গ্রহাণু। গ্রহাণুটির আয়তন ০.৫ থেকে ১.২ কিলোমিটার।

নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরির সেন্টার ফর নিয়ার-আর্থ-অবজেক্ট স্টাডিজ-র ম্যানেজার পল কোডাস জানাচ্ছেন, ‘১৪ বছর ধরে ওই গ্রহাণুর ওপর নজর রাখা হচ্ছে। এখনো পর্যন্ত নির্দিষ্ট কক্ষপথেই যাচ্ছে এটি। আমাদের গবেষণা অনুযায়ী, ওই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর কোনো সংঘাত হবে না। এমনকি আগামী ১০০ বছরেও ওই গ্রহাণু পৃথিবীর ধারে কাছে আসবে না।

গো নিউজ২৪/আই

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর