ফেসবুক বন্ধ থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৫, ০৪:৫০ পিএম
ফেসবুক বন্ধ থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সাময়িক বন্ধ থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে’ বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ থাকায় দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের পর নাশকতা হয়নি।’

সরকারের নির্দেশনা এলে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো খুলে দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তারানা হালিম বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ থাকায় মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো এবং নাশকতা রোধ করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে আমাদের কাছে একটি মানুষের জীবন অনেক গুরুত্বপূর্ণ।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ফেসবুক বন্ধ করায় একজন মানুষও বিরক্তি পোষণ করেনি। জননিরাপত্তার স্বার্থে এগুলো বন্ধ রাখার অধিকার রাখে সরকার।’

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর