আকাশ থেকে ভেঙে পড়বে ৭ টন ওজনের উপগ্রহ!


নিউজ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৭, ১১:৫৯ এএম
আকাশ থেকে ভেঙে পড়বে ৭ টন ওজনের উপগ্রহ!

২০১১ সালে পৃথিবীর কক্ষপথে কৃত্রিম উপগ্রহ ‘তিয়াংগং-১’কে পাঠিয়েছিল চীন। সম্প্রতি পাঠানো হয় দ্বিতীয় উপগ্রহটিও, যার নাম ‘তিয়াংগং-২’। কিন্তু চীনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, ‘তিয়াংগং-১’-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এই উপগ্রহটি।

সংবাদ মাধ্যমটি জানায়, চলতি বছরের শেষের দিকে বা ২০১৮ সালের শুরুর দিকে পৃথিবীর উপরে ভেঙে পড়বে ‘তিয়াংগং-১’ উপগ্রহটি। যদিও পৃথিবীর ঠিক কোন জায়গায় আছড়ে পড়বে সেটিও বলতে পারছে না চীনও।

তবে আশার কথা, উপগ্রহটি আকারে বেশ ছোট। ওজন ৮ টন (৭২৫৭ কেজি)। বিজ্ঞানীদের মতে, বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে হয়তো ‘তিয়াংগং-১’-এর ধ্বংসস্তূপের সম্পূর্ণটাই পুড়ে ছাই হয়ে যাবে। যদি বা ওই ‘স্পেস ল্যাব’-এর কিছু বেঁচে থাকে, সঙ্কুচিত হয়ে তা একেবারে ছোট্ট আকার নেবে। আশঙ্কা অবশ্য একটা থাকছেই। আকারে একেবারে ছোট হয়ে গেলেও, সে যে বুলেটের গতিতে ছুটে আসছে!

গো নিউজ২৪/এসআর

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর