বুড়ো বয়সে ভার্সিটিতে ভর্তি হলেন নোকিয়ার চেয়ারম্যান


অনলাইন ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৭, ২০১৭, ০৯:১৮ পিএম
বুড়ো বয়সে ভার্সিটিতে ভর্তি হলেন নোকিয়ার চেয়ারম্যান

ঢাকা: বয়স ৫১। কিন্তু তাতে কী হয়েছে! পড়ালেখার ঝোঁক মাথা থেকে যায়নি এখনও।নোকিয়া করপোরেশনের চেয়ারম্যান রিসটো সিলাসমার তাই এই বয়সেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা-আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বিষয়ে পড়াশোনা করতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পরিচালিত এআই প্রোগ্রামিং-বিষয়ক কয়েকটি অনলাইন কোর্সে ভর্তি হয়েছেন তিনি।

তিনি রয়টার্সকে পাঠানো এক ইমেইলে জানান, এআই নিয়ে আমার খুব গভীর জানাশোনা নেই—এটা বুঝতে পারছি। তাই ৩০ বছর পর আবার প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা শুরু করতে যাচ্ছি।

পড়াশোনা করলেও তিনি যে ওই বিষয়ের প্রোগামার হবেন না, তা জানিয়ে নোকিয়ার চেয়ারম্যান বলেন, এ খাতে সক্ষমতা ও সীমাবদ্ধতার বিষয়গুলো আরও গভীরভাবে বোঝার জন্যই মূলত এই কোর্স করা।

ফিনর‌্যান্ডের মোবাইল ফোন নির্মাতা কোম্পানি নোকিয়া। এছাড়া বিশ্বের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক যন্ত্রাংশ নির্মাতা। রিসটো সিলাসমা এ কেম্পানির চেয়ারর‌্যান হিসেবে প্রশংসিত।

গোনিউজ২৪/পিআর

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর