ফেসবুক, ভাইবার, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ বন্ধ


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৫, ০৩:২৫ পিএম
ফেসবুক, ভাইবার, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ বন্ধ

দেশের মধ্যে ফেসবুক, ভাইবার, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিয়েছে বিটিআরসি। সরকারের সিদ্ধান্তে এ সকল সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেয়া হয়। নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এগুলো বন্ধ থাকবে বলে বিটিআরসির দায়িত্বশীল একটি সূত্র জানায়।

এরই মধ্যে রাজধানীসহ সারাদেশে প্রায় এক ঘণ্টা ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল। বুধবার দুপুর দেড়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই সমস্যা দেখা দেয়।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ভাইবার, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করতে গিয়ে ভুলবশত ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায়। পরে সেটি ঠিক করা হলে দুপুর আড়াইটা থেকে ইন্টারনেট চালু হয়। 

বি/ইউ

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর