ফিরে পাওয়া যাচ্ছে ফেসবুকের বন্ধ অ্যাকাউন্ট


প্রকাশিত: এপ্রিল ১৯, ২০১৭, ০২:১২ পিএম
ফিরে পাওয়া যাচ্ছে ফেসবুকের বন্ধ অ্যাকাউন্ট

ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করার অভিযানে বাংলাদেশে গত চার দিনে প্রায় ৯ লাখ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। ভুয়া বা ফেক অনেক অ্যাকাউন্টের পাশাপাশি কিছু প্রকৃত ব্যবহারকারীর অ্যাকাউন্টও বন্ধ হয় ফেসবুকের এই অভিযানে। 

জানা গেছে, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পর ফেসবুকের নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করার পর বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্ট ফিরে পাওয়া যাচ্ছে।

ফেসবুক আইডি ব্লকড হয়ে যাওয়ার ফিরে পেয়েছেন এ রকম কয়েকজনের সঙ্গে কথা বলা জানা গেছে, ফোন নম্বর ভেরিফিকেশনের মাধ্যমে আইডি ফিরে পেয়েছেন তারা। এছাড়া যাদের প্রোফাইলে ফোন নম্বর দেয়া ছিল সেসব ব্যবহারকারী সহজেই আইডি ফিরে পেয়েছেন।

ভুয়া অ্যাকাউন্ট ঠেকাতে ফেসবুকের এই অভিযান এখনো চলছে। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সৌদি আরবসহ অন্য কয়েকটি দেশ থেকে আসা ভুয়া লাইক ও মন্তব্য ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

গো নিউজ২৪/এএইচ

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর