আপনার প্রোফাইল থেকে প্রতি দিন কত আয় করে জাকারবার্গ?


প্রকাশিত: এপ্রিল ৮, ২০১৭, ০২:৫৮ পিএম
আপনার প্রোফাইল থেকে প্রতি দিন কত আয় করে জাকারবার্গ?

ফেসবুক নিঃসন্দেহে এই মুহূর্তে দুনিয়ার সব চেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। বর্তমান সময়ে ফেসবুকের মত জনপ্রিয় আর কোন সোশ্যাল মিডিয়া নেই। ২০১৬-এর পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে ফেসবুক গ্রাহকের সংখ্যা প্রায় ১৮৬ কোটি। এই গ্রাহকদের কারণেই ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গ পৃথিবীর অন্যতম ধনকুবের।

পরিসংখ্যান বলছে, পৃথিবীর ১৬তম ধনী জাকারবার্গ। তার রোজগারের প্রধান উৎস কিন্তু ফেসবুক গ্রাহকদের প্রোফাইল। গ্রাহকদের প্রোফাইল না থাকলে, মার্কের রোজগারও থাকবে না। পরিসংখ্যান বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রেই রয়েছে ফেসবুকের সবচেয়ে বেশি গ্রাহক। এর পর ভারতেই ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সর্বাধিক।

২০১৬-র লাস্ট কোয়ার্টার্লি রিপোর্ট প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তা থেকে জানা যাচ্ছে, ফেসবুকের এক দিনের গড় রোজগার ৩৭ লাখ ডলার। হিসাব বলছে, ২০১৬ সালে প্রতিজন ব্যবহারকারীর প্রোফাইল থেকে প্রতি দিন গড়ে ৪৮৬ ডলার করে রোজগার করেছে ফেসবুক।
 
গো নিউজ২৪/এএইচ

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর