ঘাস থেকে বিদ্যুৎ, তাতেই চলবে বিমান!


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২, ২০১৭, ০৬:১৬ পিএম
ঘাস থেকে বিদ্যুৎ, তাতেই চলবে বিমান!

একদিন ঘাস থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে চলবে বিমান। বিজ্ঞানীরা এরই মধ্যে ‘গ্রাসোলাইন’ নামে এক ধরনের জৈবজ্বালানি তৈরি করেছে। এই তেল উৎপাদিত হয়েছে ঘাস থেকে।

বিশ্বজুড়ে টেকসই বিকল্প জ্বালানির উৎস খোঁজা হচ্ছে। এ ধারার অনুসন্ধানে এবার যোগ হলো গ্রাসোলাইন। একদিন এই জ্বালানির শক্তিতে চলবে বিমান।

বিজ্ঞানীরা ঘাস থেকে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি উদ্ভাবন করেছেন। ভবিষ্যতে এই জ্বালানি দিয়ে বিমান চালানো সম্ভব হবে।

বেলজিয়ামের গেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক ওয়ে সার্ন খোর বলেছেন, এখন পর্যন্ত ঘাস সাধারণ পশুর খাবার হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এ ছাড়াও এটি জৈবজ্বালানি হিসেবে ব্যবহৃত হতে পারে। ঘাসের প্রাচুর্যতা থাকায় এটি জ্বালানির উৎকৃষ্ট উৎস হতে পারে।’ তথ্য: এনডিটিভি অনলাইন।

গোনিউজ২৪/এম

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর