এবার ফেসবুকেই মিলবে চাকরি


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৭, ০৪:১২ পিএম
এবার ফেসবুকেই মিলবে চাকরি

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক নিয়ে আসছে আরও এক নতুন ফিচার। চাকরির সন্ধান মিলবে ফেসবুকেই। এখনও যারা চাকরিতে পা রাখেননি তাদের জন্য 'চাকরির প্রোফাইল' তৈরি করার কথা ভাবছে ফেসবুক।

আপনার অ্যাকাউন্টেই থাকবে সমস্ত তথ্য। নাম, বয়স, ঠিকানা, পড়াশুনার সঙ্গে কর্মজীবনের অভিজ্ঞতা (এখনও ফেসবুকে এই সেটিং রয়েছে যেখানে অ্যাকাউন্ট ব্যবহারকারী অনায়াসেই তার কর্মজীবন নিয়ে তথ্য দিতে পারেন) সব মিলিয়েই তৈরি হবে চাকরির প্রোফাইল। এর সঙ্গেই ফেসবুক ব্যবহারকারী পেয়ে যাবেন 'কর্মক্ষেত্রের নোটিফিকেশন'। একজন ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারকারী চাইলেই সেই 'কর্মক্ষেত্রের নোটিফিকেশন' দেখতে পারেন আবার চাইলে 'ইগনোর' করতে পারেন।

ব্যক্তি স্বাতন্ত্র এবং স্বাধীনতাকে প্রাধান্য দিয়েই ফেসবুক নিয়ে আসতে চাইছে 'জব ফিচার' (Job Feature)। মূলত যাদের লিঙ্কডিন কিংবা মনস্টার ডট কমে প্রোফাইল নেই তারা ফেসবুকেই নিজেদের জব প্রোফাইল বানিয়ে নিতে পারবেন। এমনকি একজন চাকরি প্রার্থী চাকরির জন্য আবেদনও করতে পারেন ফেসবুকের মাধ্যমেই।

গো নিউজ২৪/এএফ 

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর