নোকিয়ার পর বাজারে আসছে ব্ল্যাকবেরির নতুন ফোন


প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০১৭, ০৯:৫৯ এএম
নোকিয়ার পর বাজারে আসছে ব্ল্যাকবেরির নতুন ফোন

২০১৭ কি তবে প্রত্যাবর্তনের বছর হতে চলেছে? কারণ, নোকিয়ার পর এবার নতুন ফোন নিয়ে বাজারে ফিরে আসছে ব্ল্যাকবেরিও৷

আগামী ২৫ ফেব্রুয়ারি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আত্মপ্রকাশ করতে চলেছে ব্ল্যাকবেরির নতুন ‘মারকিউরি’৷ এতে থাকবে ফিজিকাল কি-বোর্ড৷ তবে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে প্রস্তুতকারক ব্ল্যাকবেরি৷ এখনই বিস্তারিত কিছু জানাতে নারাজ সংস্থা৷ ওই একই অনুষ্ঠানে আন্তর্জাতিক স্তরে মুক্তি পাবে নোকিয়ার স্মার্টফোনও৷ আপাতত শুধুই চিনে আত্মপ্রকাশ করেছে নতুন নোকিয়া স্মার্টফোন৷

নোকিয়া ও ব্ল্যাকবেরি, এই দুই সংস্থারই লক্ষ্য, স্যামসাং ও অ্যাপলকে কড়া টক্কর দেয়া৷ চীনে ইতিমধ্যেই নোকিয়ার স্মার্টফোন প্রি-অর্ডারে দেদার বিকিয়েছে৷ একই পথে হাঁটতে চায় ব্ল্যাকবেরিও৷ ব্ল্যাকবেরিও এখন নিজেরা হ্যান্ডসেট উৎপাদন করছে না৷ ব্ল্যাকবেরি তাদের নতুন হ্যান্ডসেট চীনা সংস্থা টিসিএলকে দিয়ে তৈরি করিয়ে বাজারে আনবে৷ এক একই পন্থায় নোকিয়ার স্মার্টফোন তৈরি করছে এইচএমডি৷ এখন দেখার,  হ্যান্ডসেটের দুনিয়ার এই দুই ‘বুড়ো ঘোড়া’ ফের ময়দানে নেমে প্রতিযোগিতায় অন্যদের পেছনে ফেলে দেয় কি না।

সূত্র: সংবাদ প্রতিদিন

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর