গ্রামীণ ফোন পেল ‍‍`০১৩‍‍` কোড


প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৭, ০৪:১০ পিএম
গ্রামীণ ফোন পেল ‍‍`০১৩‍‍` কোড

'০১৭'-এর পাশাপাশি '০১৩' কোড নম্বর পাচ্ছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সর্বশেষ সভায় গ্রামীণফোনকে এ বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ওই সভায় ২০০৮ সালের নিবন্ধন প্রক্রিয়ার সময় এবং ২০১৪ সাল পর্যন্ত অপারেটরদের নিজস্ব নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় বন্ধ করা সব সিমকার্ড সংশ্লিষ্ট অপারেটরদের ফের বিক্রির অনুমতি দিয়েছে বিটিআরসি।

বিটিআরসির সিদ্ধান্তে বলা হয়, গ্রামীণফোনের অনুকূলে ০১৩ কোড নম্বর বরাদ্দ অনুমোদন করা হলেও তা বিটিআরসির সিস্টেম অডিট সাপেক্ষে কার্যকর হবে।

২০০৮ সালের নিবন্ধনের সময় উল্লেখযোগ্যসংখ্যক সিমকার্ড বন্ধ হয়ে যায়। এ ছাড়া সিমকার্ড ডিটেকশন বক্সের মাধ্যমে অপারেটরদের নিজস্ব নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় বিভিন্ন সময়ে সিমকার্ড বন্ধ করা হয়। এসব সিমকার্ড অপারেটর ফের বিক্রির জন্য অনুমোদন দেওয়া হয়।

গো নিউজ ২৪/ এস কে 

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর