ফেসবুকে এবার রঙ্গিন স্ট্যাটাস


প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০১৬, ১০:১৯ পিএম
ফেসবুকে এবার রঙ্গিন স্ট্যাটাস

আমরা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিতে ভালোবাসি। স্ট্যাটাসের ব্যাকগ্রাউন্ড রঙিন করার ফিচার আনছে ফেসবুক করতিপক্ষ।

টেকনোলজি ওয়েবসাইট টেকক্রাঞ্চকে বিষয়টি জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব—সবার জন্যই ফিচারটি নিয়ে আসা হচ্ছে। আপাতত এটি পরীক্ষামূলকভাবে চলছে বলে অনেকে এটি এখন নাও পেতে পারেন। বর্তমানে ব্যাকগ্রাউন্ডে শুধু সাদা রং রয়েছে। নতুন ফিচারটি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের জন্য একটি রং সিলেক্ট করতে পারবেন ইউজাররা। তবে শুধু অ্যান্ড্রয়েড ইউজাররাই রঙিন স্ট্যাটাস দিতে পারবেন। সেই স্ট্যাটাস দেখতে পাবেন সব ইউজাররা। ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে, টেক্সট পোস্ট আরও আকর্ষণীয় এই পরিবর্তন করা হচ্ছে। 
 

কীভাবে রঙিন স্ট্যাটাস দেবেন: টেক্সট স্ট্যাটাসের নিচে ইনস্টাগ্রাম লোগোর মত কয়েক ধরনের রঙের অপশন থাকবে। এখনকার একঘেয়ে রঙের পরিবর্তে এখান থেকে রং সিলেক্ট করে রঙিন করে তোলা যাবে স্ট্যাটাস।

গো নিউজ২৪/এএফ 

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর