‍‍`পর্ন সাইটে প্রবেশকারীদের তালিকা করার প্রশ্নই আসে না‍‍`


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৬, ০২:১৯ পিএম
‍‍`পর্ন সাইটে প্রবেশকারীদের তালিকা করার প্রশ্নই আসে না‍‍`

পর্ন সাইটে প্রবেশকারীদের নামের তালিকা প্রকাশ করা হবে না বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেছেন, ‘ব্যক্তিগত তথ্য সুরক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ।’ তবে তিনি জানিয়েছেন, পর্ন সাইট ও লিংক বন্ধের প্রক্রিয়া চলছে। তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পরই ব্যবস্থা নেওয়া হবে।

 

এখানে তারানা হালিমের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো। তিনি পোস্ট্রে লিখেছেন, পর্ন সাইটের প্রবেশকারীদের নামের তালিকা করার প্রশ্নই আসেনা। ব্যক্তিগত তথ্য সুরক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ।

 

পর্ন সাইটের প্রবেশকারীদের নামের তালিকা করার কোন কথা কখনই বলিনি। এটি হবেও না। টেকনিক্যালিও সম্ভব নয়। মানুষের পরিচয় তথা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে আমরা বাধ্য ও বদ্ধপরিকর। কিন্তু দুঃখ এটিই যে, এমন তালিকা করা হবে, এ ধরণের ভিত্তিহীন রটনা পড়ে সত্যাসত্য যাচাই না করেই নিজ নিজ ফেসবুক আইডিতে কিছু কিছু ব্যক্তি নেতিবাচক পোস্ট দিতে শুরু করলেন- ট্রল করা শুরু করলেন। সভ্যতা, ভব্যতার মাত্রাও অতিক্রম করলেন অনেকেই। আমরা হয়তো কোন পদে আছি- কিন্তু তারও আগে আমরা মানুষ। আপনাদের সকলের মতো কষ্ট-দুঃখ, মান-অপমানবোধ আমাদেরও আছে। আমরা ভিন গ্রহের বাসিন্দা নই। রক্ত-মাংসের মানবিকবোধসম্পন্ন আবেগময় মানুষ আমরাও। সেটি কি ভাবেন?

 

মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, আমাদের কাজের ভুল-ত্রুটি  ধরিয়ে দেবার অধিকারও আছে।কিন্তু সত্য না জেনে কাউকে অপমান করার অধিকার যেমন আমার নেই, তেমনি আপনারও নেই।

 

গো নিউজ২৪/জা আ 

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর