ভুল করে পাঠানো ই-মেইল ফেরত পাবার উপায় আছে!


প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৬, ০১:৫২ পিএম
ভুল করে পাঠানো ই-মেইল ফেরত পাবার উপায় আছে!

অনেক সময় অসাবধানতা ভুল মানুষের কাছে ইমেইল চলে যায়। যার ফলে পড়তে হয় চরম অস্বস্তিকর পরিস্থিতিতে। এ ক্ষেত্রে আপনার ভুল ব্যক্তিকে পাঠানো মেইলটি যদি জি-মেইল থেকে পাঠিয়ে থাকেন তবে তা প্রত্যাহার করার উপায়ও রয়েছে।

জেনে নিন কিভাবে তা করবেন।

প্রথমে আপনার জি-মেইল ওপেন করুন। এবার ডানপাশে ওপর দিক থেকে সেটিংস-এ ক্লিক করুন। সেটিংস-এ গিয়ে Undo Send-এ গিয়ে Enable Undo Send-এ ক্লিক করুন। এরপর Send cancellation period-এ সময় সিলেক্ট করে দিন। এবার একেবারে পেইজের নিচে save changes-এ ক্লিক করুন। এবার Sent Mail গিয়ে ভুল করে পাঠানো ইমেইলটি মুছে ফেলুন ব্যস মুছে যাবে আপনার ভুলে পাঠানো ইমেইলটি।

গো-নিউজ২৪/বিএস

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর