ওয়াইফাই পেলে যৌনতাও ছাড়ছে সবাই!


অনলাইন ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৬, ১০:৫৬ এএম
ওয়াইফাই পেলে যৌনতাও ছাড়ছে সবাই!

ইন্টারনেট শেয়ারিং-এ ওয়াইফাই এর জুড়ি মেলা ভার। ওয়াইফাই ছাড়া যেন জীবন অচল। এতটাই অচল যে মানুষের ইন্টারনেট চাহিদা নাকি যৌন চাহিদার থেকেও বেশি।

 

একটি আমেরিকার ওয়েবসাইটের সমীক্ষায় দেখা গেছে, আমেরিকা ও ইংল্যান্ডের বেশিরভাগ মানুষের দৈনন্দিন চাহিদার তালিকায় সবচেয়ে উপরে রয়েছে ওয়াইফাই।

 

ওই সমীক্ষার জন্য সাধারণ মানুষকে চারটি বিষয়ের মধ্যে পছন্দের তালিকা করতে বলা হয়েছিল। তার মধ্যে ছিল ওয়াইফাই, যৌন চাহিদা, চকলেট ও মদ।

 

৪০ শতাংশ মানুষ জানিয়েছেন, তাদের কাছে ওয়াইফাইটাই সবার আগে। এরপর পর্যায়ক্রমে যৌন চাহিদা, চকলেট এবং মদ।

 

গবেষকরা জানাচ্ছেন, পাঁচ বছর আগেও এই সমীক্ষা করলে অন্যরকম ফল দেখা যেত। কারণ, তখনও ইন্টারনেট পরিষেবার এত চাহিদা ছিল না। চাহিদা তৈরি হয়েছে সর্বশেষ কয়েক বছরেই। মানুষ এখন দৈনন্দিন জীবনে ইন্টারনেট ছাড়া ভাবতেই পারে না। তাই চাহিদার তালিকাও পাল্টে গেছে।

 

গো নিউজ২৪/জা আ 

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর