স্কুটার ভাঁজ করে বানানো যাবে সুটকেস!


প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৬, ১১:৫৯ পিএম
স্কুটার ভাঁজ করে বানানো যাবে সুটকেস!

প্রতিদিনই অফিসে পৌঁছে একই সমস্যা। পার্ক করার জায়গা পাওয়াই মুশকিল। একটু লেট হলে তো আর কথাই নেই। বার দশেক এদিক-ওদিক জায়গা খুঁজে শেষ পর্যন্ত অন্যের গাড়ির গা ঘেঁষে, কোনও মতে পাশ কাটিয়ে, দু-একবার ঠোকাঠুকি করে অবশেষে পার্ক করতে হয় গাড়ি। বেরনোর সময় ফের একই সমস্যা।

কিন্তু কেমন হয় যদি অফিসের ডেক্সের পাশেই রাখা থাকে আপনার বাহনটি! অথবা যদি শপিং মলে স্কুটার হাতে নিয়ে দিব্যি ঘোরা যায়? এক দিকে পার্কিংয়ের টেনশনও থাকে না, আবার চুরির ভয়ও নেই। কারণ এ বার সহজেই একটা চাকা লাগানো সুটকেস হয়ে যাবে আপনার প্রিয় যান। অর্থাৎ ট্রলি সুটকেসের মতো তাকে নিয়েও যেতে পারবেন যেখানে খুশি।

কেমন সে সুটকেস স্কুটার?

১. বিদ্যুতে চলে এই স্কুটার। ওজন ২৫ কেজি।

২. সহজেই দু’টি ভাগে ভাঁজ করা যায় এই স্কুটার।

৩. ভাঁজ করা স্কুটারটি দেখতে একেবারে সুটকেসের মতো।

৪. ট্রলি সুটকেসের মতো লাগানো রয়েছে চাকাও। ফলে এই স্কুটার বহনযোগ্যও।

৫. প্রতি ঘণ্টায় ২৮ মাইল পথ অতিক্রম করতে পারে এই স্কুটার।

৬. স্কুটারে রয়েছে লেদারের তৈরি বসার জায়গা। তবে তা একজনের জন্যই। রয়েছে মালপত্র রাখার আলাদা জায়গাও।

৭. তেলের দরকার নেই এই স্কুটার চালাতে। মাত্র এক ঘণ্টা চার্জ দিলেই হবে। একবার পুরো চার্জ দিলে ২৮ মাইল চলতে পারবে এই স্কুটার।

৮. গোল্ডেন রংয়ের এই স্কুটারটির নাম দেওয়া হয়েছে ‘মোভিও’।

৯. হাঙ্গেরির অ্যান্ট্রো গ্রুপ তৈরি করেছে এই অভিনব স্কুটার।

১০. ইকো ফ্রেন্ডলি এই মোভিওর দাম ২৪৯৩ ডলার। ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৬৬ হাজারের কাছাকাছি।

১১. এই মুহূর্তে চলছে স্কুটারটির প্রি-প্রডাকশনের কাজ। আগামী বছরের মধ্যেই বাজারে আসবে মোভিও।

গো নিউজ২৪/এএফপি 

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর