আইফোন তৈরিতে খরচ ২২ হাজার টাকা বিক্রি হয় ৮০ হাজার টাকা


প্রকাশিত: অক্টোবর ২৬, ২০১৬, ১০:০৯ এএম
আইফোন তৈরিতে খরচ ২২ হাজার টাকা বিক্রি হয় ৮০ হাজার টাকা

অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন আইফোন পৃথিবীর অন্যতম জনপ্রিয় ফোন। বাংলাদেশে আইফোন সেভেনের দাম শুরুই হচ্ছে ৮০ হাজার টাকা থেকে। সম্প্রতি চিপওয়ার্কস নামের একটি তথ্যপ্রযুক্তি সংস্থা এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছিল।

চিপওয়ার্কসের বিশ্লেষণ অনুযায়ী, আইফোন গ্রাহকদের প্রায় ৯০ শতাংশই ফোনটিকে ব্যবহার করেন এর ক্যামেরাটির জন্য। আইফোন সেভেনের ক্ষেত্রে এই ক্যামেরাকে কার্যকর করে যে সেন্সর, লেন্স ও প্রসেসিং হার্ডওয়্যার, তা বানাতে অ্যাপেলের মোট খরচ হয় ২৬ ডলার। ব্যাটারির জন্য খরচ হয় ৪ ডলার। টাচস্ক্রিন তৈরির খরচ ৩৭ ডলার, আর মেমোরি এবং স্টোরেজের জন্য কোম্পানির ব্যয় হয় ৩৮ ডলার। চিপওয়ার্কসের বিশ্লেষণ অনুযায়ী, প্রতিটি আইফোন সেভেনের সেট তৈরিতে স্বাভাবিকভাবে ব্যয় হয় ২৭৫ ডলারের মতো। টাকার হিসেবে অঙ্কটা দাঁড়ায় ২২ হাজার টাকার মতো।

২২ হাজার টাকার মতো ব্যয় হয়, সেই ফোনের বাজারি দাম ৮০ হাজার টাকা কীভাবে হতে পারে, স্বভাবতই সেই প্রশ্ন উঠেছে। তবে কি আইফোনের প্যাকেজিং বা ডিস্ট্রিবিউটিং কস্ট এতটাই বেশি যে শেষমেষ সেই ফোনের দাম পৌঁছে যায় ৮০ হাজারের কাছে?

 

গোনিউজ২৪/এমএইচএস

 

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর